রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শনিবার (২৩ অক্টোবর) রাত ৯টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
রাফি আল ফারুক বলেন, রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।
তিনি আরও বলেন, সাততলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। এছাড়া পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এ জন্য আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।
তবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q5lt
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন