জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক, দেশের খ্যাতিমান কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান-এর নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কবি নুরুন্নবী সোহেল, দপ্তর সম্পাদক কবি রোকন জহুর, অর্থ সম্পাদক কবি ক্যামেলিয়া আহমেদ, প্রচার সম্পাদক কবি আসাদ কাজল, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, জনসংযোগ সম্পাদক কবি রফিক হাসান, আইন বিষয়ক সম্পাদক কবি শিমুল পারভিন, নির্বাহী সদস্য কবি শাহিন চৌধুরী, কবি রফিক চৌধুরী, কবি মনিরুজ্জামান রোহান, কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিনসহ জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য কবিগণ আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কক্ষে ফুলের তোড়া দিয়ে তাঁকে সংবর্ধিত করেন।
নতুন মহাপরিচালকের কাছে আশাবাদ ব্যাক্ত করে কবি মোহন রায়হান বলেন– আশা করি আমাদের নতুন মহাপরিচালক শিল্পকলা একাডেমীর অতীতের কলঙ্কজনক অধ্যায়ের অবসান ঘটিয়ে বাংলাদেশের শিল্পজগতে নতুন এক অধ্যায়ের সূচনা ঘটাবেন।”