চারদিকে শীতের আবহ থাকলেও সকাল থেকেই ছিল আকাশ মেঘলা। রাজধানীর বেশ কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বিকেলের চিত্র ছিল আলাদা। বিকেলে হঠাৎ করেই ঘন মেঘে ঢেকে যায় আকাশ। এর কিছুক্ষণের মধ্যেই বসুন্ধরা ও এর আশেপাশের এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে থমকে যায় সবকিছু।
শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমনিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
এতে আরও বলা হয়, ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার গতিতে উত্তর থেকে পশ্চিম-উত্তর দিকে বাতাস প্রবাহিত হবে। মেঘলা আকাশের কারণে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pdgl
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন