বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির সার্বিক উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভা বিকেল ৩টায় চা-চক্রের মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল হক। এতে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি ও আন্তর্জাতিক কাবাডি রেফারি এস এম এ মান্নান, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জনাব আতিকুর রহমান।
এছাড়াও সভায় অংশ নেন রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক কাবাডি রেফারি জনাব স্বপন খান, ক্লাবের সদস্য ও সাবেক জাতীয় নারী কাবাডি দলের খেলোয়াড় জনাবা রেহানা পারভীন, সহ-সভাপতি ক্রীড়াবিদ ও ব্যবসায়ী জনাব নেছার আহমেদ, ক্রীড়াবিদ ও শিক্ষক বন্যা আহমেদ এবং সাবেক সেনাবাহিনী দলের খেলোয়াড় ও কোচ জনাব আব্দুর রাজ্জাক।
সভায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা থেকে একজন করে কাবাডি প্রতিনিধি অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, ক্লাবের গঠনতন্ত্র হালনাগাদ, ব্যাংক হিসাব এবং ধারাবাহিক ক্রীড়া কার্যক্রম পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে মধ্যাহ্নভোজ এবং চা-চক্রের মাধ্যমে সদস্যদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সম্পন্ন হয়।
উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জাতীয় খেলা কাবাডির অগ্রযাত্রায় আমরা একসাথে কাজ করে যেতে চাই। ক্লাবের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।”