English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

নিজের শটগানের গুলিতে আনসার সদস্যের মৃত্যু

- Advertisements -

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আফজাল হোসেন নিজের শটগানের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনসার সদস্যের সহকর্মী মিরাজুল ইসলাম বলেন, আফজাল হোসেনসহ আমরা কয়েকজন বন্দরের ইউএনওর বাসায় ডিউটি করি। বিকেলের দিকে ডিউটি শুরু হওয়ার পর হঠাৎ একটি গুলির শব্দ পাই। তখন আমরা দৌড়ে গিয়ে দেখি মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আফজাল। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বন্দরের ইউএনওর বাসায় ওই আনসার সদস্য ডিউটি করতেন। বিকেলের দিকে নিজের শটগান দিয়ে তিনি নিজের মাথায় গুলি করেন। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hxke
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন