English

25.6 C
Dhaka
রবিবার, অক্টোবর ১২, ২০২৫
- Advertisement -

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন মেলেনি

- Advertisements -

দুদকের মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

এদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করে তার আইনজীবী কাওছার আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি মানি লন্ডারিংয়ের অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। পরে গত ২২ সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। 
মামলার অভিযোগে বলা হয়, নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে তার অ্যাকাউন্টে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের মামলার তথ্য অনুযায়ী, নূরের বিভিন্ন ব্যাংক হিসাবে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন হয়েছে। এসব লেনদেনের উৎস অস্পষ্ট।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6jbj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন