অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আকতার, আনিছুর রহমান ও দিদার হোসেন।
ফয়েজ উল্লাহ বলেন, হানিফ এন্টারপ্রাইজ তিনটি অপরাধ করেছে। তারা মূল্য তালিকা টানায়নি। দূরপাল্লার টিকিটের দাম দুই থেকে তিনশ টাকা পর্যন্ত বেশি রাখছিল। এ ছাড়া টিকিটের জন্য ঘুষও দিতে হচ্ছিল। তাই তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকার কারণে শ্যামলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/exgg