English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

সরকারি নির্দেশনা অমান্য করে অকারণে ঘোরাঘুরি, গ্রেপ্তার ৫৬৬

- Advertisements -

সরকার ঘোষিত সবচেয়ে বেশি কঠোর লকডাউনের চতুর্থ দিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়া ৫৬৬ জনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্স অ‌্যাক্ট-এ গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান এ তথ‌্য জানান।

তিনি জানান, এ দিন মোবাইল কোর্টে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, সোমবার (২৬ জুলাই) লকডাউনের চতুর্থ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে সরকারি নির্দেশ অমান্য করায় তাদের গ্রেপ্তার করা হয়। বিনা কারণে তারা রাস্তায় বের হয়। তা নিশ্চিত হওয়ার পরই এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করে চলেছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে দুই সপ্তাহের কঠোর লকডাউন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। যা আগামী ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9smx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন