English

28 C
Dhaka
বুধবার, আগস্ট ২০, ২০২৫
- Advertisement -

নতুন মামলায় গ্রেপ্তার আতিকুল-পলক

- Advertisements -

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

ইসতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলা
আতিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরে আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। তিনি পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর মামলাটি দায়ের করা হয়।

মো. হোসেন হত্যা মামলা
অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে দায়ের মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই ট্রাক ড্রাইভার মো. হোসেন গাবতলীতে মালবাহী ট্রাক পার্ক করে ভাড়া বাসায় ফেরার পথে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার বুকে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরদিন রাত তিনটার দিকে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম গত ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h8ny
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন