English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫
- Advertisement -

মামলায় নতুন মোড়, স্ত্রী তামিমা আসলে কার?

- Advertisements -

নাসিম রুমি: আবারো আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় খ্যাত তারকা নাসির হোসেন। ভালোবেসে বিয়ে করেছিলেন অন্যের স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে। কিন্তু সেই ভালোবাসাই এখন আইনের কাঠগড়ায়।

সম্পর্কে জটিলতা, নৈতিকতা নিয়ে প্রশ্ন- সব মিলিয়ে মাঠের বাইরে নাসিরের জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। স্ত্রী তামিমাকে নিয়ে বহুবার হয়েছেন খবরের শিরোনাম।

বুধবার (১৬ এপ্রিল) সেই বিতর্কিত প্রেম আর বিয়ের গল্পে যুক্ত হয়েছে নতুন মোড়। অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ। আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের জন্য দিন নির্ধারণ করা হয়। এদিন তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

তামিমাকে বৈধ স্ত্রী দাবি করে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি সাবেক স্বামী রাকিব হাসান মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, তামিমা তখনো তার বৈধ স্ত্রী। ২০১১ সালে তাদের বিয়ে হয় এবং একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির-তামিমার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর তিনি পুরো বিষয়টি জানতে পারেন। রাকিবের দাবি, তামিমা তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখেই নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী।

এমনকি তিনি দাবি করেন, নাসির প্রলোভন দেখিয়ে তামিমাকে নিজের কাছে নিয়ে গেছেন। এ ঘটনায় তার ও তার সন্তানের মানসিকভাবে চরম বিপর্যয় নেমে এসেছে। তার সামাজিক অবস্থানেও ধাক্কা লেগেছে, যা অপূরণীয়।

এই মামলায় ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করেন উভয়পক্ষের আইনজীবীরা। তবে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহমেদ রিভিশন আবেদন বাতিল করে মামলার বিচার চালিয়ে যাওয়ার আদেশ দেন।

তবে এখন অপেক্ষা ২৮ এপ্রিলের। আত্মপক্ষ সমর্থনে কী বলবেন নাসির ও তামিমা? এ দম্পতিকে নেটিজেনদের প্রশ্ন, স্ত্রী তামিমা আসলে কার?

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন