English

28.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

রংপুরে পলিথিনবিরোধী অভিযান, ৯ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

- Advertisements -

রংপুরে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির দায়ে ৯ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে ৩ টন পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।
মাহমুদ হাসান মৃধা আরো বলেন, অভিযানের সময় সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রি করার অপরাধে ৯টি  ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ টন বিভিন্ন ধরনের পলিথিনসহ বিপুল পরিমাণ ক্ষতিকর পণ্য জব্দ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন