বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ৬ আসামির আদালতের রায়ের নির্দেশের কপি বুধবার সন্ধ্যায় জেলা কারাগারে পৌঁছেছে বলে জানিয়েছেন জেল সুপার আনোয়ার হোসেন।
তিনি বলেন, আদালতের আদেশ পেয়ে মৃত্যুদণ্ড প্রাপ্তদের জেল কোড অনুযায়ী কনডেম সেলে রাখা হয়েছে। আয়শা সিদ্দিকা মিন্নীকে মহিলা ওয়ার্ডের কনডেম সেলে রাখা হয়েছে বলে জানান জেল সুপার।
আয়শা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, বুধবার রায় ঘোষণার পরই আপিলের জন্য সই মোহর চেয়ে আবেদন করেছি। সই মোহরের অনুপিপি পেয়ে উচ্চ আদালতে আপিল করবো।
জেলা ও দায়রা জজ সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত সকলের পক্ষ থেকে সই মোহর চেয়ে আবেদন করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1tlm
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন