English

24 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫
- Advertisement -

কুষ্টিয়ায় মাদক মামলায় চিকিৎসকের ১৫ বছর কারাদণ্ড

- Advertisements -

কুষ্টিয়ায় মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ নামে এক চিকিৎসককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এসময় দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান ফিরোজ আদালতে উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান ফিরোজ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে। এছাড়াও অভিযোগ প্রমাণ না পাওয়ায় জয়নাল আবেদীন জয় এবং নাহারুল ইসলাম নামে অপর দুইজনকে বেকসুর খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার নজরুল মালিথার ‘স’ মিলের ভেতর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে কুষ্টিয়া সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আসাদুজ্জামান ফিরোজ, জয়নাল আবেদীন জয় ও নাহারুল ইসলামকে আটক করে পুলিশ।

এ সময় তাদের দেহ ও ঘর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা করা হয়। রায় ঘোষণা শেষে আসামি ডা. আসাদুজ্জামান ফিরোজকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন