English

31.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

মাস্ক পরাতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত: ১২৯ মামলা

- Advertisements -

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য ঢাকার বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা জেলার উপজেলাগুলো ও মহানগরীর জনবহুল স্থানে করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার ৫টি উপজেলা এবং মহানগরের কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, বংশাল, সদরঘাট, সচিবালয়, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, মিরপুর, শাহআলী, হাতিরঝিল, শাহবাগ, জোয়ার সাহারা, খিলক্ষেতসহ মোট ১৫টি স্পটে জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জনসচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়।

এ সময় গরিব লোকদের মধ্যে মোট ২৮০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এ ছাড়া, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ১২৯টি মামলায় ১২৯ জন ব্যক্তিকে মোট  ১৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের এই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6z7x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন