সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩)। আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩)। আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত উল্লিখিত রায় প্রদান করলেন।