English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

৪ মামলায় শ্যোন অ্যারেস্ট আসাদুজ্জামান নূর

- Advertisements -

নীলফামারীর চার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টার দিকে তাকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি হাজির করা হলে গ্রেপ্তারের এই আদেশ দেওয়া হয়।

নীলফামারীতে হওয়া চারটি মামলার মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা করা হয়।

সূত্র মতে, নীলফামারী সদর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক মো. মোশাররফ হোসেনের আদালতে ভার্চুয়ালি কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয় নূরকে।

নীলফামারীর চারটি মামলার শ্যোন অ্যারেস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় ঢাকার বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত বছরের ২৯ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনে চারটি পৃথক মামলা হয়। এসব মামলার প্রধান আসামি তিনি। ওই চার মামলার বাদী আদালতে মামলাগুলো করলে আদালত নীলফামারী সদর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।

নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, নীলফামারী থানার চারটি মামলার চারজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত ছিলেন। তিনি বলেন, ‘আদালতে রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের পরিদর্শক হিসেবে আমি নিজে (জিন্নাত আলী), পরিদর্শক আশরাফ হোসেন এবং চার মামলার নীলফামারী থানার তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলাম।’

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘নীলফামারী সদর থানার হত্যাসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে ভার্চুয়ালি শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ij4r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন