English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জেতার দুই মন্ত্র দিলেন শচীন

- Advertisements -

অস্ট্রেলিয়ায় বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। তাই জানেন, সেখানকার উইকেটে কীভাবে খেলতে হয়। অস্ট্রেলিয়ার মাঠে যে শুধু বড় শট খেলার চেষ্টা করলে কাজের কাজ হবে না, তা ভাল করেই জানেন শচীন টেন্ডুলকার। তাই রোহিত শর্মারা বিশ্বকাপ খেলতে নামার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখলেন শচীন টেন্ডুলকার।

অস্ট্রেলিয়ার মাঠ অন্যান্য দেশের তুলনায় বড়। তাই সেখানে সিঙ্গলস খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন শচীন। তিনি ইংরেজি এক সংবাদপত্রকে বলেন, “অস্ট্রেলিয়ার মাঠে সহজে বড় শট খেলা যায় না। ব্যাটে ভালভাবে না লাগলে আউট হওয়ার সম্ভাবনা বেশি। তাই যত বেশি সম্ভব দু’রান, তিন রান নেওয়ার কথা ভাবতে হবে। মাঠ বড় হওয়ায় দৌড়ে রান নেওয়ার সুযোগ বেশি থাকে। আমরা তো মেলবোর্নে অনেক সময় দৌড়ে চার রানও নিয়েছি। সব সময় স্কোরবোর্ড সচল রাখতে হবে।”

শুধু বড় মাঠ নয়, অস্ট্রেলিয়ায় ব্যাট করার সময় হাওয়ার দিকেও নজর রাখা উচিত বলে মনে করেন শচীন। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার অনেক মাঠেই সন্ধ্যার দিকে জোরে হাওয়া বয়। ব্যাটারদের খেয়াল রাখতে হবে কোন দিক থেকে কোন দিকে হাওয়া বইছে। হাওয়ার অভিমুখে মারলে বড় শট খেলা অনেক সহজ। বোলারদেরও বল করার সময় খেয়াল রাখতে হবে কোন দিক থেকে হাওয়া আসছে। সেদিকে ব্যাটারদের খেলতে বাধ্য করতে হবে। অস্ট্রেলিয়ায় একটু বুদ্ধি করে খেলতে হবে।”

পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে খেলতে নামবে ভারত। সেখানে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া খুব জরুরি বলে মনে করছেন শচীন। তিনি বলেন, “মেলবোর্নে এক লাখের বেশি দর্শক থাকবে। ওই চিৎকারের মধ্যে রান করতে গেলে ব্যাটারদের মধ্যে বোঝাপড়া খুব দরকার। মেলবোর্নে সতীর্থের কথা শুনতে না পেয়ে রান আউটের ঘটনা অনেক হয়েছে। তাই ক্রিকেটারদের ফোকাস ধরে রাখতে হবে। শুধু খেলার দিকে মন দিতে হবে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/twhz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন