English

30.8 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

আইপিএলের যে দল থেকে প্রস্তাব পেয়েছেন তাসকিন

- Advertisements -

নসিম রুমি: আগামীকাল থেকে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আসন্ন এই আসরে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার দল পাননি। তবে নিলামে কোনো বাংলাদেশি দল না পেলেও সম্প্রতি তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

তাদের স্কোয়াডের একাধিক পেসার চোটে পড়েছেন। তাই সেই পেসারদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ব্যাকআপ পেসার প্রয়োজন হয় তাহলে তাসকিনকে দলে ভেড়াবেন এই ফ্র্যাঞ্চাইজি।

গতকাল শুক্রবার এক ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকে তাসকিন বলেছেন, ‘লক্ষ্ণৌ যোগাযোগ করেছি আমি খেলতে পারবো কিনা। যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তাই তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করেছিল। যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে… যদি আমাদের কারোর কল আসে তবে আশা করি আমরা এবার এনওসি পাবো।’

এর আগেও একাধিকবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার যদি সেই সুযোগ আসে তাহলে বিসিবি থেকে এনওসি পেতে সমস্যা হবে না বলে মনে করছেন তাসকিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9uz5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন