নাসিম রুমি: বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে দুই দলে আছেন বাংলাদেশের দুই তারকা লিটন কুমার দাশ ও মুস্তাফিজুর রহমান। বাইশ গজের লড়াইয়ে দুইজন প্রতিপক্ষ হলেও ম্যাচের আগের দিন তাদের দেখা মিললো এক ফ্রেমে।
আসরে মুস্তাফিজ দুই ম্যাচে মাঠে নামলেও এখনও মাঠে নামা হয়নি লিটনের। অবশ্য আগামী কালের ম্যাচে লিটনের সামনে বড় সুযোগ আছে। কারণ একাদশে তার প্রতিদ্বন্দী রহমানুল্লাহ গুরবাজ আছেন অফফর্মে। কলকাতা চাইলে এই আফগান ওপেনারের জায়গায় লিটনকে দিয়ে চেষ্টা করতে পারে।
তবে আপাতত মাঠের এসব সমীকরণ হয়তোবা মাথায় রাখেননি লিটন, তাইতো আজ মুস্তাফিজ আর আন্দ্রে রাসেলের সঙ্গে দেখা গেলো ফুরফুরে মেজাজে। এই তিনজনের হাসিমাখা ছবি দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের অফিশিয়াল ফেইসবুক ফেইজে লিখেছে, ‘বাঙ্গালী ছেলেদের সঙ্গে মাসেল ম্যান’।
আসরে জয়হীন দিল্লি আছে পয়েন্ট তালিকার তলানিতে। তবে কলকাতা অবশ্য আসরে দুটি ম্যাচ জয়ের দেখা পেয়েছে।