English

31 C
Dhaka
রবিবার, মে ২৮, ২০২৩
- Advertisement -

আইপিএলে খেলা হচ্ছে না সাকিবের

- Advertisements -

নাসিম রুমি: জাতীয় দলের খেলা থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার পরিবর্তে বিদেশি অন্য ক্রিকেটারকে দলে নিতে যাচ্ছে কলকাতা নাইটরাইডার্স।

Advertisements

তবে সাকিব না খেলতে পারলেও প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাওয়া লিটন দাস ঠিকই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলবেন। তিনি মঙ্গলবার শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের পর আইপিএল খেলতে যাবেন।
তবে তারকা পেসার মোস্তাফিজুর রহমান ইতোমধ্যে আইপিএল খেলতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন।

Advertisements

আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে থাকায় আইপিএলের শুরুটা মিস করেন সাকিব। ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। এই ব্যস্ত সূচির কারণে আইপিএল মিস করবেন সাকিব।

যে কারণে সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের দীর্ঘ দিনের সু-সম্পর্কের কারণে তাদের সেই প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন