English

26.2 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

আইপিএল চলাকালে বিয়ে নিয়ে প্রশ্ন ধারাভাষ্যকারের, যা বললেন গিল

- Advertisements -

নাসিম রুমি: কলকাতা-গুজরাট ম্যাচ শুরুর আগমুহূর্তে অদ্ভুত কাণ্ড করে বসলেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ইডেনে টসের পর গুজরাট অধিনায়ক শুভমান গিলকে প্রথম একাদশ বা খেলার পরিকল্পনা নয়, প্রশ্ন করলেন বিয়ে নিয়ে। তার জবাবও দিলেন গুজরাট কাপ্তান।

টসের পর মরিসন প্রশ্ন করেন, “তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনেই কি তোমার বিয়ে?” জবাবে শুভমন হেসে বলেন, “না, না। তেমন কিছু নয়।” শুভমনের জবাবে হেসে ফেলেন মরিসনও।

শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে জল্পনা অনেক দিনের। ভারতীয় দলের খেলা দেখতে মাঝেমাঝেই মাঠে যান সারা। তাতে জল্পনা আরও বাড়ে। দু’জনে কখনো এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও জল্পনা কমেনি। তার মধ্যে সম্প্রতি শুভমন ও সারা ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। এরই মধ্যে শুভমনকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন মরিসন।

প্রসঙ্গত, এবারের আইপিএলে ব্যাট হাতে ছন্দে আছেন শুভমান গিল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৪৩.৫৭ গড় ও ১৫৩.২৭ স্ট্রাইক রেটে ৩০৫ রান করেছেন তিনি। তিনটি অর্ধশতরান রয়েছে। পাশাপাশি তার দল গুজরাটও উড়ছে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। এরই মধ্যে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল রাতে কলকাতার বিপক্ষে ৯৭রান করেছেন গিল। মূলত তিনই কলকাতাকে পরাজিত করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/86t0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন