English

30.4 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
- Advertisement -

আইসিসির পুরস্কার হাতে পেলেন সাকিব

- Advertisements -

নাসিম রুমি:  গত মার্চে ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। আর তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাসসেরার সেই পুরস্কার বুঝে পেলেন সাকিব। বুধবার (১০ মে) আইসিসি বিষয়টি নিশ্চিত করে।

সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। এই দুই ক্রিকেটারকে পেছনে ফেলে মাসসেরা নির্বাচিত হন সাকিব।

মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

এরপর সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সেখানেও ব্যাট ও বল হাতে অবদান রাখেন এই অলরাউন্ডার। ইংল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখেন আয়ারল্যান্ড সিরিজেও। সব মিলিয়ে মার্চ মাসে ১২ আন্তর্জাতিক ম‌্যাচে সাকিব ৩৫৩ রান এবং ১৫ উইকেট নেন সাকিব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u38o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন