English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

আত্মসম্মান বজায় রাখতেই অবসরের সিদ্ধান্ত অশ্বিনের

- Advertisements -

নাসিম রুমি: হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন রবিচন্দ্র অশ্বিন। ভারতের অভিজ্ঞ এই স্পিনারের অবসর ঘোষণা সমর্থকদের যেভাবে বিস্মিত করেছে, অশ্বিনের সতীর্থরা ততটা বিস্মিত হননি। কারণ, অবসরের সিদ্ধান্তটা আগেই নিয়েছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের পরই তিনি ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক রোহিত শর্মার অনুরোধে তিনি ব্রিসবেন টেস্ট পর্যন্ত অপেক্ষা করেন।

আজ বুধবার ব্রিসবেন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অশ্বিন। এসময় তার পাশে ছিলেন রোহিত শর্মা। সতীর্থের অবসর নিয়ে রোহিত বলেন, ‘পার্থে দলের সঙ্গে যোগ দিয়েই আমি অশ্বিনের অবসরের কথা জানতে পারি। সে জানত দলের পরিকল্পনা কী, কারা একাদশে সুযোগ পাবে। সে বলেছিল “আমাকে প্রয়োজন না হলে সরে যাওয়াই ভালো”।’

এরপর অশ্বিনকে বুঝিয়ে আরেকটু অপেক্ষা করতে বলেন রোহিত। ভারত অধিনায়কের ভাষায়, ‘আমি জানতাম, অ্যাডিলেড টেস্টে অশ্বিনকে প্রয়োজন হবে। তাই আমি অশ্বিনকে গোলাপি বলের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। অশ্বিন প্রকৃত ম্যাচ উইনার। যখনই প্রয়োজন হয়েছে, তখনই সে এগিয়ে এসেছে। দেশের ক্রিকেটের জন্য অনেক পরিশ্রম করেছে। পাশাপাশি সে খুব মজার মানুষ।’

রোহিতের কথায় স্পষ্ট যে, অস্ট্রেলিয়ায় গিয়ে অশ্বিন বুঝতে পারেন, একাদশে জায়গা পাওয়া অসম্ভব। কারণ, ভারতীয় দলের পেস-বোলিং অল-রাউন্ডার খেলানোর পরিকল্পনা ছিল। পার্থ টেস্টেই অভিষেক হয় নীতিশ রেড্ডির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটের মালিক অশ্বিন বুঝে যান, পুরো সিরিজে এভাবে ব্রাত্য হয়ে থাকার চেয়ে অবসর নিয়ে নেওয়াই সম্মানজনক। তাই তিনি অবসর ঘোষণা কারলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন