English

30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আফগানিস্তান সিরিজে দলে ফিরতে চান তাসকিন

- Advertisements -
Advertisements

গেল কয়েক সিরিজ ধরে ভালো করছে বাংলাদেশ পেস ডিপার্টমেন্ট। আর এ পেস ডিপার্টমেন্টকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। তবে গত মার্চ মাসের শেষ দিকে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগেই চোট পেয়ে তাসকিন ছিঁটকে পড়েন দল থেকে। এরপর তাকে বিশ্রাম দিয়ে স্কোয়াডের বাইরে রাখা হয় ইংল্যান্ডে চলমান আইরিশদের বিপক্ষে ফিরতি সফরেও।

তবে কবে নাগাদ বল হাতে মাঠে ফিরছেন এই তারকা পেসার? মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই জানালেন সে খবর। তাসকিন বলছিলেন, ‘আল্লাহর রহমতে খুব সুন্দর প্রক্রিয়ায় পুর্নবাসন চলছে। আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, এক দেড় সপ্তাহের মধ্যে লো ইন্টেনসিটিতে বোলিং শুরু করব। আশা করছি, এক দেড় সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।’

Advertisements

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফেরার আশার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের বোর্ডের আন্ডারে রিহ্যাবিলিটেশনের যে হেড, জুলিয়ান। ওর প্রোগ্রাম অনুযায়ী কাজ করছি। বোর্ডের তত্ত্বাবধানে। আল্লাহ যদি চায়, তাহলে দেখবেন (আফগানিস্তান সিরিজে) আমারও আশা। যদি তেমন কোনো সমস্যা না হয়, তার আগেই পুরোপুরি সুস্থ হওয়ার কথা।’

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন