রাজনৈতিক বৈরিতায় দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। ২০১২-১৩ সালে সবশেষ সাদা বলের সিরিজ খেললেও লাল বলের ক্রিকেট টেস্টে দুই দল খেলে না তারও আগে থেকে। সবশেষ পেহেলগাম হত্যাকাণ্ড এই অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। তবে আকরামের চাওয়া, জীবনে আরেকবার ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চান তিনি।
পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী আকরাম বলেন, ‘আমি আমার জীবনে ভারত-পাকিস্তানের মধ্যে আবার একটা টেস্ট সিরিজ দেখে যেতে চাই।’
আগামী মাসেই শুরু হচ্ছে এশিয়া কাপ। যেখানে ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দী দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই ম্যাচ হওয়া নিয়ে আছে সন্দেহ। সাবেকদের টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়নি ভারত। তবে আকরাম মনে করেন, এশিয়া কাপে ভারত-পাকিস্তান খেলা না হলেও ক্রিকেট তার আপন গতিতে চলবে।
কিংবদন্তি এই ফাস্ট বোলারের ভাষ্য, ‘এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াও আছে। কিন্তু আমরা পাকিস্তানে শান্ত আছি। আমরা খেলি বা না খেলি, সবকিছু ঠিকই থাকবে। খেলা চলতেই থাকবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি একদিকে থাক, আমি রাজনীতিবিদ নই। তারা তাদের জায়গায় দেশপ্রেমিক, আমরা আমাদের। আসুন নিচু স্তরে না নামি, আপনার দেশের সাফল্যের কথা বলুন, একই কথা প্রযোজ্য পাকিস্তানের ক্ষেত্রেও, একইভাবে ভারতের ক্ষেত্রেও। বলা সহজ, কিন্তু করা কঠিন।’