English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

‘আমার পিছু লেগে ক্ষমতার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা’

- Advertisements -

নাসিমরুমি: ১০ কোটি টাকা থেকে ৫১০ কোটি- সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সম্পদের পরিমাণ নিয়ে সম্প্রতি যে বিত’র্কিত সংবাদ প্রকাশ হয়েছে, তাকে এরই মধ্যে মি’থ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে এই খবর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। এরপর আরও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। যেখানে তিনি তার বিরোধীদের একহাত নিয়েছেন। সে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তার মতো একজনের পেছনে লেগে থেকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা করা।

মাশরাফি তার বিরোধীদের পরামর্শ দিয়েছেন নিজের পথটা খুঁজতে। বলেছেন, তার পেছনে লেগে থাকা মানেই সময় নষ্ট করা। মাশরাফি জানিয়েছেন, তিনি তার নিজের মতো করেই পথ চলবেন।

আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদের সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। স্প’র্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pdtr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন