নাসিম রুমি: ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ওয়ানডে খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে আগামী আগস্টে এই অলরাউন্ডারকে পেতে চায় কাউন্টি দল ওয়ারউইকশায়ার। মিরাজেরও সেখানকার ওয়ানডে টুর্নামেন্ট ‘ওয়ান ওয়ানডে কাপে’ কিছু ম্যাচ খেলার ইচ্ছা আছে।
মিরাজ বলেছেন, ‘যদি জাতীয় দলের খেলা না থাকে, তাহলে বোর্ডের অনুমতি নিয়ে ৫-৬টা ম্যাচ খেলে আসব। কাউন্টি দলের হয়ে খেলার ইচ্ছা ছিল সব সময়। এখন দেখি, যদি সময়–সুযোগ হয়, তাহলে হয়তো সেখানে কিছু ওয়ানডে খেলা হবে।’
যাঁর হাতে মিরাজের হাতেখড়ি অভিষেক টেস্ট ম্যাচে ঘূর্ণি জাদুতে নিজেকে চিনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে ছুটে গিয়েছিলেন বাড়িতে, দেখা করতে ভোলেননি গুরুর সঙ্গে।
মিরাজকে প্রস্তাবটা দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে মিরাজের দল মোহামেডানের হয়ে খেলতে আসা ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট। তিনিও ওয়ারউইকশায়ারের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেন। মিরাজ বলেছেন, ‘লিনটট ঢাকা লিগ খেলতে এসে প্রথমে আমাকে খেলার কথা বলেছিল। এখন খেলা না খেলার বিষয়টা নির্ভর করছে জাতীয় দলের ব্যস্ততার ওপর।’