English

26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

এবারের বিপিএলে আর খেলবেন না মাশরাফি: সিলেট কোচ

- Advertisements -

বিপিএলের সিলেট পর্বেই বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছিল, জাতীয় সংসদের দায়িত্ব পালন করার জন্য বিপিএল থেকে আপাতত বিরতি নিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব দেওয়া হয় নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। এই দায়িত্ব পালন করার জন্যই বিপিএলের মাঝপথ থেকে সাময়িক বিরতিতে যান সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।

সিলেটের দলটির পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ‘সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চলমান দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়ে সংসদে হুইপের দায়িত্বে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সময়সূচির মধ্যে সুযোগ থাকলে মৌসুমে স্ট্রাইকার্সের হয়ে খেলতে পারেন মাশরাফি।’

বিপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ হওয়ার পথে। প্রতিটি দল অন্তত ৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। শেষ চারের অংকও প্রায় মিলে যাওয়ার পথে। সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ বাকি আর মাত্র তিনটি। এই তিন ম্যাচ জিততে পারলে হয়তো, প্লে-অফে খেলার সম্ভাবনা তৈরিও হতে পারে তাদের।

এমন পরিস্থিতিতে শেষ তিন ম্যাচ কিংবা প্লে-অফে উঠলে মাশরাফি কি আর যোগ দেবেন সিলেটের দলটির সঙ্গে? যেহেতু ফ্র্যাঞ্চাইজিটি বলেছিল, সময়-সুযোগ পেলে তিনি আবার যোগ দেবেন।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন চলাকালীন দলটির কোচ রাজিন সালেহকে প্রশান করা হয়, মাশরাফির আর ফেরার সম্ভাবনা আছে কি না। জবাবে তিনি বলেন, ‘না, ওর আসলে চান্স খুবই কম (এবারের বিপিএলে ফেরার)। কারণ, সে আসলে অফিস (জাতীয় সংসদের হুইপের দায়িত্ব) নিয়ে খুবই ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না, হয়তো বা আগামীবছর সে আবার ভালোভাবেই কামব্যাক করবে। ’

কোচের কথায় পরিষ্কার- এবারের বিপিএলে আর ফেরার সম্ভাবনা নেই মাশরাফির। তবে যেহেতু তিনি দলের অধিনায়ক ছিলেন। তৈরি করা থেকে শুরু করে সব কিছুতেই যুক্ত ছিলেন, সে ক্ষেত্রে তার অনুপস্থিতিতে একাদশ তৈরি করা কিংবা দল নিয়ে মাশরাফির সঙ্গে কোনো কথা হয় কি না, যোগাযোগ আছে কি না?

এ প্রশ্নের জবাবে রাজিন সালেহ বললেন, ‘মাশরাফির সঙ্গে সবসময় আমাদের কথা হয়। আমাদের টিম তৈরি করার আগে ম্যানেজমেন্ট তার সঙ্গে সবসময় কথা বলেন যে, কিভাবে টিম বানানো যায়। ওর সঙ্গে সবসময় আমরা টাচেই থাকি। ’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lygn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন