৩৬তম জন্মদিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুশফিকুর রহিম। দলের খুব প্রয়োজনের মুহূর্তে তুলে নিলেন ফিফটি।
মঙ্গলবার চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ছয় নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক। ৪৩ তম ওভারের শেষ বলে ফিফটি পূরণ করেন এই অভিজ্ঞ ব্যাটার। এই ফরম্যাটে এটি তার ৪৪তম ফিফটি। মুশফিক ৬৩ বলে ৫০ ও তাইজুল ২৩ বলে ৯ রানে ব্যাট করছেন।
ষষ্ঠ উইকেটে মিরাজের সঙ্গে ৬৬ বলে ৬৫ রানের জুটি উপহার দেন মুশফিক। এ জুটির কল্যাণেই মূলত বাংলাদেশের স্কোর দুইশ পেরিয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kqds