English

16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
- Advertisement -

ডোনা স্ত্রী হিসেবে কেমন, চমকে দেওয়ার মতো উত্তর সৌরভের

- Advertisements -

নাসিম রুমি: দাম্পত্য জীবনে দীর্ঘ ২৭ বছর পার করে ফেলেছেন সৌরভ-ডোনা যুগল। তারা একে-অপরকে চেনেন দীর্ঘ দিন ধরে। পথচলাও আজকের নয়। তবুও সৌরভ-ডোনার প্রেমের কথা যেন প্রতিদিনই নতুন।

পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম। তার পর দুই বাড়ির মত-অমতের এপিসোড। সবটাই যেন সৌরভ-ডোনার এই গল্পকে আলাদা মাত্রা দিয়েছে।

দাদাগিরির মঞ্চে প্রায়ই স্ত্রীর বিষয়ে কিছু সিক্রেট ফাঁস করেন মহারাজ। সবার সামনে তিনি স্ত্রীকে মজা করে ম্যাডাম বলে ডাকেন। আর ডোনা তাকে মজা করে ডাকেন- দাদা।

এদিকে দাদাগিরির মঞ্চে এবার এক অভিনেত্রী সৌরভকে জিজ্ঞেস করেন- আপনার জীবনে কি এমন কোনও সম্পর্ক আছে যা শুরুতে তেতো ছিল, কিন্তু সময় এগোতে সেটাই মিষ্টি হয়েছে!

সৌরভ হেসে উত্তর দেন, ব্যাক্তিগত জীবনে তো সেরকম কোনও সম্পর্ক নেই। তবে ম্যাডাম তো প্রথম থেকেই মিষ্টি।

দাদাগিরির মঞ্চেও সৌরভ-ডোনার প্রেম যেন ট্রেন্ডিং! এখনও অনেকেই তার আর ডোনার সম্পর্ক নিয়ে মজার মজার প্রশ্ন করেন। সৌরভ উত্তরও দেন অকপটে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন