টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দাপট বজায় রেখেছে বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল নিগার সুলতানার দল। জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির জোড়া হাফ সেঞ্চুরিতে গড়া রেকর্ড জুটির ওপর ভর করে ১৬৫ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ, যা টপকাতে গিয়ে ১২৬ রানেই থমকে যায় থাইল্যান্ডের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।
জাতীয় দলে নিজের প্রথম চার ম্যাচে ব্যর্থ হওয়া জুয়াইরিয়া এদিন ছিলেন অনবদ্য।
১৬৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে থাই ব্যাটার নাথাকান চানথাম (৪২) ও নারুমোল চাইওয়াই (২৭) চেষ্টা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনিরা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে থাইল্যান্ডের জয়ের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড।
