আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ দল। এই সিরিজেও জয়ই লক্ষ্য থাকবে টাইগারদের। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে এমনই প্রত্যাশার কথা জানান টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটো সিরিজে একটি আমরা জিতেছি, আরেকটি হেরেছি—মোটামুটি ভালোই ছিল। দুটোই জিতলে আরও ভালো হতো। তবে এবার আমাদের টার্গেট হলো টি–টোয়েন্টি সিরিজটায় নিশ্চিতভাবে জয় পাওয়া।’
চলতি বছরের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও রাজ্জাক মনে করেন, টি–টোয়েন্টি হলো সম্পূর্ণ মোমেন্টামের খেলা। তার ভাষ্যমতে, ‘আমরা শেষ কয়েকটি টি–টোয়েন্টি সিরিজ জিতেছি। যেভাবেই হোক জিতেছি—তাই খারাপ বলার কিছু নেই। আমার মনে হয়নি আমরা খারাপ খেলেছি। শুধু মোমেন্টামটা ধরে রাখতে হবে।’
চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেট নিয়েও আশাবাদী তিনি। রাজ্জাকের ভাষায়, ‘যে দল দীর্ঘসময় মোমেন্টাম ধরে রাখতে পারে, তারাই জেতে। আমরা চেষ্টা করবো যেন সেই মোমেন্টামটা আমাদের পক্ষেই থাকে। উইকেট এখনো দেখা হয়নি, তবে ম্যাচ জিততে যত রান প্রয়োজন, সেটা করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।’
সিরিজের প্রথম টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিনটি ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।