English

25.9 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

না থাকলেও আমি এই দলেরই একজন: মিরাজ

- Advertisements -

নাসিম রুমি: সাকিব আল হাসানের পর বাংলাদেশের সমর্থকরা একজন অলরাউন্ডারের ওপরই সবচেয়ে বেশি ভরসা করে, তিনি মেহেদী হাসান মিরাজ। একটা সময় তিন ফরম্যাটেই অটো চয়েজ ছিলেন এই অলরাউন্ডার। কিন্তু এবার তার জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে।

মিরাজের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। মিরাজের মতো একজন অলরাউন্ডার কেন দলের সঙ্গে নেই, সেই প্রশ্ন তুলছেন তারা।

বিশ্বকাপ খেলা প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন। মিরাজও নিশ্চয়ই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন। তবে মনের কষ্ট মনেই আটকে রাখলেন জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার।

সঙ্গে যেতে না পারলেও বিশ্বকাপের পথচলায় দলকে শুভকামনা জানিয়েছেন মিরাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ফটোসেশনের ছবি আপলোড করে মিরাজ লিখেছেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন…টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’

দলকে শুভকামনা জানানো স্ট্যাটাসের শেষে একটি লাভ ইমোজি দিয়েছেন মিরাজ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f0qh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন