English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
- Advertisement -

নিউজিল্যান্ড সিরিজেও থাকছেন না তামিম

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। এরপর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। তবে তার মধ্যেই এবার জানা গেল ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচেও থাকছেন না তামিম।

Advertisements

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউজিল্যান্ড সিরিজে তামিম খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ সে এইমুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে।’

বিশ্বকাপের মাঝেই মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানেও নেই তামিম। জাতীয় লিগে না খেলা নিয়ে তামিম সম্প্রতি বলেছেন, ‘আমি বিশ্বকাপ দলে নেই কেন? ফিটনেস ইস্যুতে না? তাহলে আমাকে জাতীয় লিগে খেলাবে কেন?’

Advertisements

এদিকে, আসন্ন টেস্ট সিরিজে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। সেটি আবারও নিশ্চিত করলেন জালাল। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান সাকিব। যে কারণে খেলতে পারবেন না নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ইতোমধ্যে দেশেও ফিরে এসেছেন টাইগার অধিনায়ক। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন এমন প্রশ্নে জালাল বলেন, ‘ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু, এখন দেখা যাক।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন