English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

বর্ষসেরা ওয়ানডে একাদশে এক বাংলাদেশি, নেই কোনো ভারতীয়

- Advertisements -

নাসিম রুমি: বিদায় নিয়েছে ২০২৪ সাল। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বর্ষসেরা এই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন। তবে অবাক করার বিষয় সেই তালিকায় জায়গা পাননি ভারত ও অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার। তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার চারজন, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে।

২০২৪ সালে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ। যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট নেন এই টাইগার পেসার। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, লিয়াম লিভিংস্টোন, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g1pd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন