তাওহিদের হাঁকানো একটি ছয় রক্তাক্ত করে গ্যালারিতে থাকা এক বাংলাদেশি সমর্থককে। ম্যাচের পর সেই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তাওহিদ।
সেই ভক্তের ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তাওহিদ লেখেন ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না।আমার জন্য কারো রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেই-বা জানে। কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথি।’
সেই ভক্তের সঙ্গে দেখা হলে বুকে টেনে নিতে চান তাওহিদ, ‘প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে।