English

25.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

বাবরের নেতৃত্ব কেড়ে নিতে চেয়েছিলেন আফ্রিদি!

- Advertisements -

পাকিস্তান ক্রিকেটে নাটকীয়তার অভাব নেই। নিয়মিতই সব নাটকীয় ঘটনা ঘটে, ব্যক্তিগত দ্বন্দ্বও চলে। রমিজ রাজাকে সরিয়ে নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় পর নাটকীয় সব পরিবর্তন হচ্ছে। যেমন মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। যদিও তিনি কিছুদিন পরই দায়িত্ব ছেড়েছেন। এবার সামনে এলো নতুন এক খবর।

প্রধান নির্বাচক হওয়ার পর মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে দলে নিয়েছিলেন আফ্রিদি। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তা ছাড়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে যে শহিদ আফ্রিদি পছন্দ করেন না, সেটা সবার জানা। অনেকবারই বাবরের নেতৃত্বের সমালোচনা করেছেন আফ্রিদি। প্রধান নির্বাচক হওয়ার পর তিনি নাকি বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন! এই খবর জানিয়েছেন খোদ পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি গঠন করেছিলাম। আনুষ্ঠানিক বৈঠকে বসার আগেই তারা আমাকে বলেছিলেন যে, জাতীয় দলের অধিনায়ক পদে পরিবর্তন আনতে চান। অর্থাৎ বাবর আজমকে তারা সরিয়ে দিতে চান! অবশ্য পরে তারা মত বদলে আমাকে জানায়, বাবরকে সরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমি অবশ্য বলেছিলাম, আপনারা যেকোনো সিদ্ধান্তই নিতে পারেন।’

আফ্রিদির আমলে না হলেও বাবরকে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সিরিজে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। তার বদলে নেতৃত্ব দিয়েছেন শাদাব খান। বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়ালেও নাজাম শেঠি জানান, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাবরই নেতৃত্ব দেবেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘যত দিন বাবর ব্যাটসম্যান হিসেবে সাফল্য পাবে এবং তার অধিনায়কত্বে দল জিতবে, তত দিন সে-ই অধিনায়ক থাকবে। এখন বাবর যদি হারতে থাকে, তাহলে তার অধিনায়কত্ব নিয়ে মানুষ প্রশ্ন তুলতেই পারে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lc6w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন