English

29.7 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

বিতর্কে ফের জ্বলে উঠলেন সাকিব, মিস করলেন সেঞ্চুরি

- Advertisements -

নাসিম রুমি: বরাবরই দেখা গেছে, বিতর্ক তৈরি হলেই ব্যাট বা বল হাতে জ্বলে ওঠেন সাকিব আল হাসান। এবারও তাই হলো। দুবাইয়ে এক খুনের আসামির সোনার দোকান উদ্বোধন করতে গিয়ে বিতর্কিত সাকিব মাঠে ফিরেই খেললেন বিধ্বংসী ইনিংস। তবে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়েই গেল।

সাকিবের ৮৯ বলে ৯ চারে ৯৩ রানের ইনিংসটির অবসান ঘটে হুমের করা অফস্টাম্পের অনেক বাইরের একটা বলকে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে। এরই সঙ্গে অবসান হলো তৌহিদ হৃদয়ের সঙ্গে তার ১২৫ বলে ১৩৫ রানের চতুর্থ উইকেট জুটির। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ২১৮ রান।

ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসান সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ বিশ্বকাপে। ওই বছরের ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টনটনে তিনি খেলেছিলেন ১২৪ রানের অপরাজিত ইনিংস।

আগের ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে করেছিলেন ১২১ রান। এরপর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তার অপরাজিত ৯৬ রানের একটা ইনিংস ছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/42s2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন