পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে কয়েক দিন ধরে গুঞ্জন চলছে ওয়ানডে দলে নেতৃত্বের পরিবর্তন নিয়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হওয়ার আভাস পাওয়া গেছে ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অধিনায়ক চূড়ান্ত করা হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে পিসিবি। এতেই বোঝা যাচ্ছে পরিবর্তন আসছে। আর সেই সঙ্গে ওয়ানডেতে রিজওয়ানের নেতৃত্বের বিদায় ঘণ্টা বাজতে চলছে।
পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ওয়ানডে দলের অধিনায়ক ঠিক করতে নির্বাচক কমিটির সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তানের সাদা বলের দলের কোচ মাইক হেসন। তবে রিজওয়ানের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন বা ওয়ানডে অধিনায়ক নিয়ে আলোচনার আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি পিসিবির পক্ষ থেকে।
গত বছর ওয়ানডেতে অধিনায়কত্ব পান উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। শুরুটাও দারুণ করেছিলেন তিনি। রিজওয়ানের নেতৃত্বে গত নভেম্বরে অস্ট্রেলিয়াতে স্মরণীয় সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে সিরিজ জয় করে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে গড়ে তারা ইতিহাস।
তবে চলতি বছরে মুদ্রার উল্টো পিঠ দেখে পাকিস্তান। চ্যাম্পিয়ন ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে যায় তারা নিউজিল্যান্ডের কাছে। আর চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশাজনক পারফর্ম করে পাকিস্তান। গ্রুপের তলানিতে থেকে ছিটকে পড়ে রিজওয়ানের দল।
ব্যাট হাতেও খারাপ করেননি রিজওয়ান। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় সাধারণ সময়ের চেয়ে বেশি। এই বছর তার চেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের হয়ে কেবল সালমান আলি আগা। ধারণ করা হচ্ছে দলের বাজে পারফরম্যান্সের কারণেই নেতৃত্ব হারাতে যাচ্ছেন রিজওয়ান।