English

33 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
- Advertisement -

বিপিএলের পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ আফ্রিদি

- Advertisements -

নাসিম রুমি: বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে এসেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। টুর্নামেন্ট চলার সময়ই আফ্রিদির পারিশ্রমিক নিয়ে গুঞ্জন ছিল। তখন চিটাগং কিংসের পক্ষ থেকে বলা হয়েছিল, সমস্যার সমাধান করা হবে। তবে চুক্তির পুরো অর্থ না পেয়ে এবং চেষ্টা করেও দলের কর্ণধারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বিসিবির দারস্থ হয়েছেন আফ্রিদি।

এবারের বিপিএলে আলোচনায় ছিল পারিশ্রমিক বিতর্ক। টুর্নামেন্ট শেষ হওয়ার মাসখানেক পরও কাটেনি সেই রেশ। রবিবার দেশের একটি শীর্ষ অনলাইন সংবাদ মাধ্যম আফ্রিদি জানিয়েছেন, চিটাগং কিংসের কর্ণধান সামির কাদের চৌধুরির কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না তিনি। ‘আমার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের।

কথা ছিল, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি ৫০ হাজার দেবে। কিন্তু আমাকে মোটে ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে। ‘কাল দেব’, ‘দুদিন পর দেব’ – এসব বলে বারবার ঘোরানো হয়েছে। চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি। টাকা দেওয়া হয়নি। সামিরের আচরণে হতবাক হয়ে গেছি। এমন কিছু আশা করিনি।’

বিপিএল টুর্নামেন্ট চলাকালে কাজে দেশে ফিরে যান আফ্রিদি। এরপর বাংলাদেশ ফিরতে যোগাযোগ করা হলেও তাকে বিমান টিকিট পাঠানো হয়নি বলে জানান আফ্রিদি। ‘টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি। সামিরের সঙ্গে কথা ছিল, ১৯ জানুয়ারি ফিরে যাব বাংলাদেশে। কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা আর টিকেট পাঠায়নি। এখন তো সামিরের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। দুই-তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব।’

আফ্রিদি জানিয়েছেন, বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে এতদিন তিনি ব্যাপারটি প্রকাশ করেননি। বিসিবিতে যে আফ্রিদি চিঠি দিয়েছেন তার প্রমাণ হিসেবে বিসিবি প্রধানের কাছে লেখা চিঠির একটি কপিও দেখিয়েছেন আফ্রিদি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন