বিশ্ব ক্রিকেটে লম্বা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডার র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সাকিবের সেই রাজত্বে হানা দিয়েছেন অন্যরা। তবে ধীরে ধীরে ফের শীর্ষস্থান দখলে নিচ্ছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।
আইসিসির সবশেষ প্রকাশিত আপডেট অনুযায়ী, টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে ফের এক নম্বর স্থানে ফিরেছেন সাকিব। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবিকে সরিয়ে মুকুট ফেরত পেলেন তিনি। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q4b3