নাসিম রুমি: ২০১৯ সালের পর থেকে কেবল ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের হয়ে খেলে আসছিলেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার তিনি পুরোদমেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হওয়া ক্যারিবীয়রা এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে ২১ জুলাই থেকে। আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেই জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন রাসেল।
৩৭ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার এমন সময়ে অবসর নিতে চলেছেন, যখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ৭ মাস বাকি। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্যারিয়ারে আন্দ্রে রাসেল সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ১৬৩ স্ট্রাইকরেটে ১০৭৮ রানের পাশাপাশি শিকার করেছেন ৬১ উইকেট।
এ ছাড়া রাসেল ওয়ানডে খেলেছেন ৫৬টি। ১০৩৪ রানের পাশাপাশি ফরম্যাটটিতে তিনি ৭০ উইকেট নিয়েছেন। ২০১০ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও, ওই ফরম্যাটে মাত্র একটি ম্যাচ খেলেছেন রাসেল। অবসরের ঘোষণা দিয়ে এই উইন্ডিজ তারকা বলেছেন, ‘এর মানে কী তা শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না। ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বিত অর্জনের একটি। আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই, যা ক্যারিবীয় ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।’