অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন আগেই জানিয়েছেন যে, সোমবার দুপুরে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মিটিং আছে। বোঝাই যাচ্ছিল সে বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও থাকবেন।
যথারীতি সে স্কোয়াড চূড়ান্ত করার সে বৈঠক হয়েছে। সোমবার দুপুরে ধানমন্ডিতে বেক্সিমকোর অফিসে দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশারের সঙ্গে বসেছিলেন নাজমুল হাসান পাপন। সে বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়ে দিয়েছেন, আগামীকাল মঙ্গলবার না হয় পরশু বুধবার দল ঘোষণা হবে।
তবে বিসিবি বিগ বস একটি অতি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। যা একদমই নতুন খবর। তাহলো, আগামীকাল কিংবা পরশু যে ১৫ জনের দলটি ঘোষণা করা হবে, সেটাই চূড়ান্ত দল না।
আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় ইনজুরি ছাড়াও এ দলে পরিবর্তন আনা যাবে। এবং সেটা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য নয়। বিশ্বকাপে অংশগ্রহণকারী সবকটা দলের জন্য আইসিসি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন আনার অবারিত সুযোগ করে দিয়েছে।
পাপন বলেন, ‘এখন যে দলটা দিতে হবে, সেটা লজিস্টিকের কারণে। কিন্তু মূল দল দিতে হবে আমি যতটুকু জানি ২৭ তারিখ (সেপ্টেম্বর)। আমরা তখনই দিব আমাদের মূল স্কোয়াড। এখানকারটা দিতে হয় বলে দেওয়া। যদি দেয় তারা। কিন্তু মূল স্কোয়াডটা দিতে পারব ২৬ তারিখ অথবা ২৭ তারিখ। তখন সবাই জানবেন।’
পাপন যোগ করেন, ‘তামিম-লিটন দাসের নাম দিলাম ধরেন। তারপর যদি ওরা খেলতে না পারে। ফিট না হয়। তাই বলে দিচ্ছি না তা না, ওদের নামও থাকবে। কিন্তু এটা না। মেইন স্কোয়াড দিব, নিউজিল্যান্ড সিরিজটা দেখব। যারা নাকি এখানে আছে তারাও সুযোগ পাবে।’
আগামী ২১, ২৩ আর ২৬ সেপ্টেম্বর ঢাকার শেরে বাংলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ আছে বাংলাদেশের। নাজমুল হাসান পাপনের কথায় পরিষ্কার, ২৬ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলে ২৭ তারিখ মূল দল ঘোষণা করবে বিসিবি।পাপন জানান, ‘এখন বেসিক জিনিসটা মনে রাখতে হবে। আমাদের একটা পরিকল্পনা ছিল। আমরা ওই পরিকল্পনা প্রয়োগে যেতে পারিনি। এশিয়া কাপে কথা ছিল তামিম ও লিটন দাস ওপেন করবে। ওরা তো নেই। এখন আমি ১৫ জনের দল ওয়ার্ল্ডকাপের জন্য পাঠাবো, কিন্তু তারা (তামিম ও লিটন) কেউ তো ফিট বলে আমরা খবর পাইনি। ওদের বাদ দিয়ে দল পাঠাবো? সেটা তো সম্ভব না।’