English

30.9 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

ভারত-পাক ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় বলিউডের রঙ্গ

- Advertisements -

ভারত-পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। তবে এবারের এশিয়া কাপ ফাইনালে ব্যাট-বল ছাপিয়ে আলোচনায় এসেছে মাঠের বাইরের কাণ্ডকারখানা।

পাকিস্তানকে উড়িয়ে ট্রফি হাতে তুলেছে ভারত, আর হতাশ পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা রাগে রানার-আপের চেকটাই ছুড়ে ফেলেছেন। পুরস্কার বিতরণীতে এই চেকটা তুলে দিয়েছিলেন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল।

কিন্তু আসল মজা জমল ম্যাচ শেষে। এগিয়ে এলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এক্স-এ লিখলেন, ‘‘ওদিকে ওরা কথায় পিছলে (নাম ভুল বলা প্রসঙ্গে) গেল। এদিকে ব্যাট, বল বা ফিল্ডিং না করেই শত্রুকে হারিয়ে দিলে! খুব ভালো খেলেছ ‘অভিষেক বচ্চন’।’’ মুহূর্তেই ভাইরাল কিংবদন্তির এই পোস্ট।

এর পেছনে আছে এক মজার ঘটনা। ফাইনালের আগে চ্যাট শোতে শোয়েব আখতার ভারতের ব্যাটার অভিষেক শর্মার নাম গুলিয়ে বলেছিলেন ‘অভিষেক বচ্চন’। ভিডিও নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সুযোগটা হাতছাড়া করেননি জুনিয়র বচ্চনও। তিনি পাল্টা লিখেছিলেন, ‘যথেষ্ট সম্মানের সঙ্গেই বলছি, ভাববেন না যে পাকিস্তান আমাকেও হারাতে পারবে। আমি ক্রিকেটে পারদর্শী না হলেও আমাকে হারানো সম্ভব নয়।’

মাঠে ভারতের জয়, মাঠের বাইরে বাপ-বেটার কটাক্ষ—সব মিলিয়ে এশিয়া কাপ হয়ে উঠল আসলেই ‘ব্লকবাস্টার শো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/br2j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন