English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

ভেঙে পড়লে চলবে না: সাকিব

- Advertisements -

আফগানিস্তানকে হারিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হলো বাংলাদেশকে। ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ৩৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮.২ বলে ২২৭ রানে অল আউট হয়েছে সাকিব বাহিনী।

হারের কারণ হিসেবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, টসে জেতাটা ভালো ছিল। গত রাতে এখানে বৃষ্টি হয়েছে। পিচ পেস বোলারদের সহায়ক ছিল। কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। আমরা বোলিংয়ে শেষ ১০ ওভার ভালো করেছি। কিন্তু ৩৫০-এর বেশি রান তাড়া করা সব সময় কঠিন। আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি।

তবে বড় হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব। তিনি বলেন, লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6ouh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন