English

29.7 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড

- Advertisements -

নাসিম রুমি: মুশফিকুর রহিমের সেঞ্চুরি (১০০), নাজমুল হোসেন শান্ত (৭৩) আর লিটন দাসের (৭০) ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের স্কোর।

এর আগে শনিবার চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষেই ৩৩৮ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। একদিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন টাইগাররা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৩৪৯ রান।

প্রথম ম্যাচে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম। তবে থেমেছিলেন ফিফটির আগেই। এবারও নেমে একটু সময় নিয়েছিলেন, প্রথম ১১ বলে তুলেছিলেন ১০ রান। তবে মুশফিক ঝড় তুলেছেন এরপর। সাকিব ও নাজমুল ৮ বলের মধ্যে ফিরলেও বড় সংগ্রহের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কারিগর তিনিই। তাওহিদ হৃদয়ের সঙ্গে মুশফিকের জুটিত ৭৮ বলেই ওঠে ১২৮ রান। লেংথ বা জায়গা—মুশফিক যা-ই পেয়েছেন, কাজে লাগিয়েছেন দারুণভাবে।

যখন আইরিশ বোলাররা একটু আঁটসাঁট বোলিং করতে পেরেছেন, মুশফিক বের করে এনেছেন স্কুপ। ড্রাইভ, ইনসাই- আউটে শট তো ছিলই। ১৪টি চারের সঙ্গে মুশফিক মেরেছেন ২টি ছক্কা আগের ম্যাচেই নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ঠিক পরের ম্যাচেই ভাঙল সেটি। ১ ওভার বাকি থাকতে বাংলাদেশের সংগ্রহ ৩৩৯/৫, ওয়ানডেতে এখন এটিই বাংলাদেশের সর্বোচ্চ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t20a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন