নাসিম রুমি: বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও টাইগাররা এ নিয়ে টানা তৃতীয় পরাজয় দেখল। এর আগে এই ম্যাচে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েছেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। যার মাধ্যমে কিংবদন্তি ক্রিকেটারদের পাশে তিনি নিজের নাম লিখিয়েছেন।
সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার পর বিশ্বকাপে তৃতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এক হাজার রান পূর্ণ করলেন মুশফিক। যা ওয়ানডে বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে ২২তম ও বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয়।
গতকাল ১৯ অক্টোবর) পুনেতে ভারতের বিপক্ষে ২৯.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বল ব্যাকওয়ার্ড পয়েন্টে মেরে দুই রান নিয়ে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
এর আগে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট ৩১ ম্যাচে ১০৮৫ রান নিয়ে আছেন এই তালিকার দুইয়ে। আর ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাট করে ১৫৩২ রান করে সবার ওপরে অবস্থান লঙ্কান ক্রিকেটার সাঙ্গাকারা।
চলতি বিশ্বকাপে ভারত ম্যাচের আগপর্যন্ত ৩২ ম্যাচে ৩১ ইনিংসে ৯৯৬ রান ছিল মুশফিকের। এখন পর্যন্ত বিশ্বকাপে দুটি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।