English

36 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

রোহিতদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র

- Advertisements -
Advertisements

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করলো ভারতীয় ক্রিকেট দল। আর সেই বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ বৃহস্পতিবার উৎসবে মেতে ওঠার সুযোগ পেয়েছে ভারতীয়রা। সকালে দিল্লিতে বিমান পৌঁছার পর থেকেই যেন পুরো ভারত উৎসবের দেশে পরিণত হয়।

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর রোহিত শর্মা আর বিরাট কোহলিদের নিয়ে যাওয়া হয় মুম্বাইতে।

Advertisements

ভারতের বাণিজ্যিক রাজধানীতে আয়োজন করা হয় ভারতীয় ক্রিকেট দলের সংবর্ধনার। ছাদখোলা বাসে ট্রফি প্যারেড হলো আরব সাগরের তীরে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে।

মেরিন ড্রাইভে ট্রফি প্যারেডের পর রোহিত-কোহলিদের সংবর্ধনা দেওয়া হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সব জায়গায়ই লোকে লোকারণ্য। যেন জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো মুম্বাই শহর। পুরো ভারতের সবগুলো পথ যেন এসে মিশে গেছে মুম্বাইয়ের সঙ্গে।

সংবর্ধনার আগে ছাদখোলা বাসে ট্রফি প্যারেড এগিয়েছে জনসমুদ্রের মধ্যে দিয়ে। বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিতদের দেখতে রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়ে।

 

বাস থেকেই ছবি তোলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ট্রফি নিয়ে উল্লাস করতে দেখা যাচ্ছিল হার্দিক-সিরাজদের। প্রত্যেকে একবার করে ট্রফি নিয়ে জনতার সামনে যাওয়ার চেষ্টা করছেন। মানুষের ভিড় দেখে উল্লসিত ক্রিকেটাররাও।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন