টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার রাতে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন আফগান স্পিনার রশিদ খান। এতে ৫৩ ম্যাচে শততম উইকেট শিকারের ক্লাবে নাম লেখান তিনি। রশিদের আগে টি-টোয়েন্টিতে শততম উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের টিম সাউদি।
সাকিব-মালিঙ্গা ও সাউদির চেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন রশিদ। এর আগের রেকর্ডটি ছিল মালিঙ্গার দখলে। ৭৬ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছিলেন তিনি। মালিঙ্গাকে সরিয়ে এখন রেকর্ডের মালিক রশিদ।
৮২ ম্যাচে ১০০ উইকেট নেন সাউদি। আর ৮৩ ম্যাচে ১০০ উইকেট শিকার করেন সাকিব। রশিদের মতো চলমান বিশ্বকাপেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব ও সাউদি।
বর্তমানে টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব। ১০৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মালিঙ্গা, ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রশিদ এবং ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাউদি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/frif
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন