English

25.9 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ শুরু হচ্ছে কাল

- Advertisements -

জহিরুল ইসলাম মিশু,সিলেট ব্যুরো: তিনটি টি-টোয়েন্টি,তিনটি একদিনের ম্যাচ ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট টিম এখন বাংলাদেশে।সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সব ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে কাল সোমবার ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সিলোট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রবিবার সকালে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নতুন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন টাইগার দলপতি।শান্ত বলেন, শ্রীলঙ্কান ক্রীকেটারদের নিয়ে আমরা তেমন চিন্তিত না, বাংলাদেশ দলের প্লেয়াররা আগের চেয়ে আরও ভালো করবে বলে বিশ্বাস করেন তিনি।

আমরা তেমন চাপে নেই, আন্তর্জাতিক সিরিজে অন্যান্য দেশ যেভাবে পরিকল্পনা সাজায় তেমনি আমাদেরও পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ দলে অনেক স্পিন অপশন রয়েছে জানিয়ে শান্ত বলেন, প্রতিটি ম্যাচেই আমরা ভালো করে আমরা জিততে চাই।এছাড়া দলে জাকেরের ফেরা-সাইফউদ্দিনের না থাকার কারণ জানালেন শান্ত । সংবাদ সম্মেলন শেষ করেই মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রথম ম্যাচকে সামনে রেখে মাঠে দীর্ঘ সময় ঘাম ঝরান বাংলাদেশের খেলোয়াড়েরা।

এদিকে দুপুরে লাক্কাতুরা চা বাগানে টি- টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়।এসময় দুই দলের অধিনায়ক উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7k8o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন